আমাদের ঠিকানা

বাসা-৩৬, রোড-৬/এ, সেক্টর-৫, উত্তরা,

ঢাকা - ১২৩০

কল করুন

নজরুল ইসলাম:   01516176696    

গোলাম রব্বানী : 01737592384 

ই-মেইল

ve******@***il.com

in**@**********al.com

যোগাযোগ

বার্তা পাঠান

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন:

অংশীদারগণ প্রত্যেকে প্রাথমিক মূলধন হিসেবে ৫০,০০০/- টাকা করে প্রত্যেকের নিজস্ব ব্যাংক হিসাবে এফডিআর বা তারল্য হিসাবে জমা রাখবেন। মূলধন বাড়ানোর উদ্যোগ হিসেবে প্রত্যেক অংশীদার প্রতি মাসের ৫-১০ তারিখের মধ্যে ১,০০০/- টাকা করে অনুমোদিত যৌথ ব্যাংক হিসাবে জমা করবেন।

অংশীদারগণের সভায় সিদ্ধান্তক্রমে ৪ জন অংশীদার মো: নজরুল ইসলাম ভূঁইয়া, আলী হোসেন, মো: গোলাম রব্বানী ও আশিকুজ্জামান এর নামে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি তে একটি যৌথ ব্যাংক হিসাব খোলা হয়েছে এবং ৪ জনের মধ্যে যেকোন ৩ জনের যৌথ স্বাক্ষরে ব্যাংক হিসাবটি পরিচালিত হয়। লেনদেন সংক্রান্ত যাবতীয় আর্থিক কার্যক্রম এই ব্যাংকের মাধ্যমে সম্পাদন করা হবে।

আপনি যখন আমাদের চুক্তিপত্রের সকল নীতিমালার সাথে একমত হয়ে সদস্য হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করবেন, তখন আমাদের ওয়েব পেজের নিম্নোক্ত লিঙ্ক হতে ব্যাংক একাউন্টের তথ্য পেয়ে যাবেন।
http://localhost/fourplus/partnership-deed

ব্যবসায়ের প্রকৃতি/ধরণ : প্রথমত আমরা ল্যান্ড শেয়ার ব্যবসায়ে বিনিয়োগ করতে আগ্রহী। ল্যান্ড শেয়ার পদ্ধতি হলো কয়েকজন মিলে একটি জমি ক্রয় করে প্রয়োজনে সেটিকে ডেভেলপ করে বিক্রয় করতে পারি, সেই জমিতে বাড়ি নির্মাণ করতে পারি। পরবর্তীতে সেটি আমরা বিক্রয় করতে পারি অথবা ফ্ল্যাটের মালিক হতে পারি। আমরা বিভিন্ন খালি জমি মালিকের নিকট হতে নিয়ে রিয়েল এস্টেট ডেভেলপার হিসেবে ৫০/৬০ রেশিও তে ফ্ল্যাট তৈরি করে বিক্রয় করতে পারি। এছাড়াও বিভিন্ন- সেবা ভিত্তিক ব্যবসায়:- ডিজিটাল মার্কেটিং এজেন্সি, গ্রাফিক ডিজাইন ও কনটেন্ট প্রডাকশন ফার্ম, পর্যটন ও ভ্রমণ এজেন্সি; উৎপাদন ও শিল্প ভিত্তিক ব্যবসায়:- বেকারী ও খাদ্য উৎপাদন ইউনিট, প্লাষ্টিক পণ্য ও প্যাকেজিং; বাণিজ্যিক ও খুচরা ব্যবসায়:- আমদানি-রপ্তানি, পাইকারী ও খুচরা দোকান; কৃষি ও খামার ভিত্তিক ব্যবসায়:– ফিসারিজ ও পোল্ট্রি ফার্ম, ডেইরি ফার্ম প্রকল্প, অর্গানিক কৃষি চাষ ও বিপনন, এগ্রো প্রডাক্টস; ই-কমার্স ও অনলাইন শপ:- ড্রপশিপিং, অনলাইন মার্কেট প্লেস, অ্যাফিলিয়েট মার্কেটিং বা কনটেন্ট ক্রিয়েশন; বিদেশি বিনিয়োগ সংশ্লিষ্ট প্রকল্প ইত্যাদি ব্যবসায় আমরা পরিচালনা করতে পারি। অর্থাৎ এই অংশীদারি ফার্মটি পাইকারী ও খুচরা বাণিজ্য, আমদানি-রপ্তানি, সাধারণ ট্রেডিং ও সাপ্লাইজ কাজ করতে পারবে। এছাড়াও পক্ষগণ ভবিষ্যতে একমত হয়ে সর্বসম্মতভাবে যে কোন বৈধ ব্যবসায় করতে পারবে।

ফরম টি পূরণ করুন :

আপনার পরবর্তী তথ্যের জন্য নিম্নোক্ত ফরমটি পূরণ করে পাঠিয়ে দিন। আমাদের একজন প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবেন: